প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার ১০১তম আবর্তন চলছে

কণ্ঠশীলন পরিচালিত প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার ১০১তম আবর্তন অনলাইনে শুরু হচ্ছে। তিন মাসের এই আবর্তনে প্রশিক্ষক হিসেবে থাকবেন মীর বরকত, গোলাম সারোয়ার, নরোত্তম হালদার, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ড. সৌমিত্র শেখর, ড. আইরিন পারভীন লোপা, ড. তারিক মনজুর, ইলা রহমান ও নুরুজ্জামান নান্নু।

ভর্তির জন্য আবেদন করা যাবে আগামী ২৪শে জুন ২০২১ পর্যন্ত। নিচের স্থানগুলোয় আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন:

  • ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় (শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা)
  • কারুকর, ৩৩০ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা
  • কণ্ঠশীলন কার্যালয়: ২২৫/১, (৪র্থ তলা) নিউ এলিফ্যান্ট রোড, কাঁটাবন (কাঁটাবন থেকে বাটা সিগনাল যেতে পেট্রোল পাম্পের উল্টো দিকে), ঢাকা

এছাড়া অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

নির্বাচনী সাক্ষাৎকারের সময়: ২৫শে জুন ২০২১ শুক্রবার সকাল ৯:০০টা। নির্বাচনী সাক্ষাৎকার অনলাইনে গ্রহণ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত ই-মেইল ও মুঠোফোনে জানানো হবে।

তিন মাসের কোর্স ফি ২০০০ (দুই হাজার) টাকা (ভর্তির সময় এককালীন প্রদেয়)

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৫৫২৩২৭৩০৫, ০১৭৫১৭০৬৯৩৯, ০১৯১২৭৩৬১৩১