কণ্ঠশীলন পরিচালিত প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার ১০৮তম আবর্তন শুরু হচ্ছে। চার মাসের এই আবর্তনে প্রশিক্ষক হিসেবে থাকবেন মীর বরকত, গোলাম সারোয়ার, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. সৌমিত্র শেখর, ড. আইরিন পারভীন লোপা, ড. তারিক মনজুর, ইলা রহমান ও নুরুজ্জামান নান্নু।
ভর্তির জন্য আবেদন করা যাবে আগামী ১২ই অক্টোবর ২০২৩ পর্যন্ত। নিচের স্থানগুলোয় আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন:
এছাড়া অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
নির্বাচনী সাক্ষাৎকারের সময়: ১৩ই অক্টোবর ২০২৩ শুক্রবার সকাল ৯:০০টা।
চার মাসের কোর্স ফি ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা (ভর্তির সময় এককালীন প্রদেয়)
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৫৫২৩২৭৩০৫, ০১৭৫১৭০৬৯৩৯, ০১৯১২৭৩৬১৩১